ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলা

Jul 03, 2023
ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলা

                                            ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলা


করোনাভাইরাস থেকে বাঁচতে হাত ধুতে বলছেন চিকিত্সকরা। কারণ ধুয়ে ফেললেই ভাইরাস নষ্ট হয়ে যায়। এর জন্য খুব শক্তিশলী কোনো জীবাণুনাশক লাগবে না। শুধু সাবান দিয়ে ধুলেই হবে। ছাড়া ব্যবহার করা যেতে পারে হ্যান্ড স্যানিটাইজার।হ্যান্ড স্যানিটাইজার সাধারণত আমরা বাজার থেকে কিনে থাকি, তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘরে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ফর্মুলাঃ

উপকরণঃ
১। রাবিং অ্যালকোহল
২। অ্যালোভেরা জেল,
৩। তেল।

প্রস্তুত প্রণালীঃ
১। চায়ের কাপে দুই-তৃতীয়াংশ রাবিং অ্যালকোহল, একটি কাপে এক-তৃতীয়াংশ অ্যালোভেরা জেল, -১০ রোজ ব্যবহার হয় এমন তেল নিন।
২। এসব উপকরণ একটি পাত্রে মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এর পর ঢেলে রাখুন বোতলে। বোতল থেকে নিয়ে ব্যবহার করতে পারেন।

Recent Posts

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল